প্রান কেড়ে নেওয়া বাহাদুরি ভেবে
যারা সবুজ প্রানকে করছে খাক,
কোল খালি করা মায়ের কোলে
শুধু, এক সন্তানে প্রান ফেরাক।
আপন গলাকে হালাল করে,
দেখুক কি ব্যাথা যন্ত্রনা।
নিজ সন্তানে কতল করে
বুঝুক কি ব্যাথার মন্ত্রণা,
বুদ্ধি দীপ্ত কত তাজা প্রান
যারা জ্বালতো এ গ্রহে আলো,
সর্বনাশের মগজ ধোলাইয়ে
কত যে সূর্য হলো কালো।
রোবটে যেমন থাকেনাকো বোধ
ভালো বা মন্দ বোঝেনা,
চালক যেমন চালায়  চলে
আপন মরণ ও যোঝেনা।
এ ছারখার করা  ধংস তাণ্ডব
যদি এখনি  না হয় বন্ধ,
এ প্রানের বেহেস্ত মরুভূমি হয়ে
হবে বোবা কালা অন্ধ।