পাহাড় থেকে ঝরনা নদী
সমতলে এসে,
শহর-নগর, গঞ্জে-গ্রামে
বেড়াই সুখে,হেসে।
হটাত নদীর ইচ্ছে জাগে
আকাশেতে ওড়ার-
পাখির মতো ডানা মেলে
এদেশ-ওদেশ ঘোরার।
নদীর মনের কথা শুনে,
সুয্যি মামা বলে-
আমি তোমায় গড়ব পাখি
আসবে তুমি চলে।
তখন থেকেই মেঘ পাখি
শূন্যে ডানা মেলে,
হাওয়ার সাথে সন্ধি করে
বেড়ায় হেসে-খেলে।
সবুজ পাহাড় রুক্ষ্ম মরু
মন যেখানে চায়-
নানা রঙের রঙ মেখে সে
সেথায় ছুটে যায়।
ভোর সকালে এক রূপ তার
দুপুরবেলা অন্য।
গোধূলিতে হয় সে রাঙা
অস্তাচলের জন্য।
বেড়ানো তার সাঙ্গ হলে
যখন-ঘরকে মনে পড়ে,
আকাশ মেঘের পাখি তখন
বৃস্টি হয়ে ঝরে।