ভ্রষ্ট ভাবনা শ্রেষ্ঠ প্রাণের
তাই তো এত যুদ্ধ ভয়,
নিজে হেরেও হারিয়ে দেওয়া
এ রাজার কেমন যুদ্ধ জয়?
গহন আঁধারে কাঁদছে খিদে
তবু,- রাজার মারন অস্ত্র চাই,
শক্তি দম্ভে অন্ধ রাজা
শোনেনাকো কানে হায় হায়।
অযুত  চিতার জ্বলছে আগুন
সকল সৃস্টি হচ্ছে খাক্,
তাতেও রাজার নেই ভ্রুক্ষেপ
বলছে না সে যুদ্ধ থাক।
অস্ত্র প্রাণের সব কেড়ে নেয়
বাধেনা কোনো সৃষ্টি গান,
দেখেও রাজার আসেনা প্রশ্ন
কেনো অকারণ অস্ত্রে শান্?
দেখেছে, ভূবন ভুলের লড়াইয়ে
শুধু, হাহাকার রক্ত ক্ষয়,
এসো, সকলে নিই শপথ
এ প্রাণ কাড়া  যুদ্ধ  নয়।