ঘুম ভাঙিয়ে রোজ সকালে
    বাবা বলতেন পড়তে বোস,
আরো বলতেন লিখে পড়ে
    একটা ভালো মানুষ হোস।
ঘুম ভাঙিয়ে নিজের হাতেই
      বাড়িয়ে দিতেন জলের গ্লাস,
বাবা বলতেন,-জেনো খোকন,
     প্রকৃতিটাই শেখার ক্লাস।
গাছকে দ্যাখো,মেঘকে দ্যাখো
   চাঁদ-সূ্র্য এই মাটি,
ঝড়-বাতাস,শীত-বসন্ত
    এরাই শিক্ষক সব খাঁটি।
সারা জীবন ধরে আমরা
    এদের কাছেই শিখতে পারি,
শিখি নাকো তাই বলেই তো
    হারিয়ে দিয়ে নিজেই হারি।