পরমানু বোমা কোনো
     পিং পং বল নয়,
পরমানু বোমা কোনো
    ফুটবল খেলা নয়।
একবার ব্যাবহারে
   সব হয় ছাড়খার,
ভেবো নাকো রাজা তুমি
    কেউ এতে পাবে ছাড়,
রাজা গড়ে যারা তোমায়
    পরিয়েছে রাজ বেশ,
যুদ্ধের খেলা খেলে
   করবে তাদেরও শেষ।
রাজা তুমি মনে রেখো
   এ মাঠের খেলা নয়।
যে ভাবে চলেছো তুমি
   হবে তাতে পরাজয়।
প্রাণ কাড়া কখনই
   বীরত্বের কাজ নয়।
প্রাণ কাড়ে কাপুরুষ
   সে মানবিক পরাজয়।
সে লড়াই লড়ো রাজা
  সুখে দেশ খেতে পায়,
বন্ধ হোক সে যুদ্ধ
   যাতে দেশ হেরে যায়।
তুমি যদি ভালোবাসো
  তাতে জয় ফিরে পাবে,
জেনো -ধ্বংসের হুঙ্কারে
   সকলেরই প্রাণ যাবে।