রাজার ইচ্ছে,রাজ মতেই
চলবে রাজার দেশ,
রাজার হ্যা-তে হ্যা মিলিয়ে
বলবে বেশক্ বেশ।
রাজ ইচ্ছেয় ফুল ফুটবে
মেঘ ঝরাবে বৃস্টি,
চলবে সবই রাজ ইচ্ছেই
এটাই রাজার কৃস্টি।
রাজার ইচ্ছেই বইবে বাতাস
ছুটবে নদীর ঢেউ,
বলবো সবাই -জী-হা-হুজু
নেইকো প্রশ্নে কেউ।
রাজার ভয়ে সিংহ -হরিন
এক ঘাটেতে স্নান করে,
সন্ধেবেলাই হস্তি-বাঘে
রাজার ভজন গান করে।
খবর এল -ভিনদেশি এক
আসবে রাজার দেশে,
রাজা বললেন-কাল থেকে
সব থাকবে সুখের বেশে।
থাকবেনাকো ফুটপাতে কেউ
থাকবে সবাই ঘরে,
খিদে থাকলেও কেউ যেন
আর খিদেতে না মরে।
ভিনদেশী সেই রাজ সমূখে
গাইবে সুখের গান,
রাজা-প্রজা-রাজ্যবাসীর
বাড়বে সবার মান।
কিন্তু যদি ভুল করে কেউ
দুখের কান্না জোরে,
একশ চাবুক পড়বে পিঠে
প্রকাশ্য চত্বরে।
লোক-লস্কর নিয়ে রাজা
এলেন হাতী চড়ে,
প্রজারা সব ফুল ছিটিয়ে
রাজ ভজনা করে।
সবাই বলেন মহান রাজা
ধন্য রাজার দেশ,
ভিন দেশি সেই রাজাও বলেন
তওবা তওবা বেশ।।