সকল প্রজা সমান রাজা
সেটাই মনে রেখো,
বিভেদ যেন না ভাঙে দেশ
তুমি সেটি দেখো।
তোমার সাম্যে সকল প্রজা
ছুটবে সাথী হয়ে,
ভোরের আলোয় দক্ষিন বাতাস
আনবে শান্তি বয়ে।
সেটাই তোমার জয় গো রাজা
সেইতো আসল জয়,
স্নেহের থেকে বড় অস্ত্র
অন্য কিছু নয়।
পড়শি দেশের সঙ্গেও রাজা
সখ্য তুমি গড়ো,
তোমার দেশও এগিয়ে যাবে
স্নেহে হাতটা ধরো ।
সেইতো জয়ের যুদ্ধ রাজা
আসবে তাতেই জয়,
রাজা-প্রজা দেশ রাস্ট্র
হবে শান্তি ময়।      
যুদ্ধ কোনও নয় সমাধান
যুদ্ধ ধংস ভয়,
সকল অস্ত্র ভোতা করে
স্নেহ ই আনে জয়।