হিংসে মানে সব কিছু নাশ
পরাজয়ের যুদ্ধ ,
হিংসে আনে গহন রাত্রি
ভোর হয় অবরুদ্ধ।
হিংসে মানে এক আকাশ ক্ষিদে
যন্ত্রণা হাহাকার,
হিংসে লেখে শুধু বরবাদ
সব কিছু ছারখার।
জেনে বুঝে তবু বুদ্ধি জনেরা
হিংসেরই করে চাষ,
সৃষ্টি স্বর্গ এ প্রাণ ধরনীর
তাই হয় সর্বনাশ।