ফুটবল,ফুটবল,ফুটবল
ফুট দিয়ে খেলা তাই ফুটবল।
সব খেলা সেরা তুমি
   সকলের প্রিয় তুমি ''ফুটবল''।
বল নিয়ে কত খেলা
  ক্রিকেট টেনিস গলফ্ বাস্কেট ভলিবল
আরও খেলা হকি রাগবি,
তবুও সবার সেরা ফুটবল।
এ খেলা পায়ের খেলা
হাতে ছুলে হয়ে যায় হ্যান্ডবল।
হেড মারো,সেভ করো
লং কিকে শট মারো,
এ খেলা পায়ের জাদুর ফুটবল।
কর্ণার- থ্রো- ফাউল
  অফ সাইড ফ্রি কিক
বক্সে ফাউল হলে হয়ে যায় প্লান্টিক
এক বলে কাড়াকাড়ি
  নেই কোনও ছাড়াছাড়ি,
মুখোমুখি ছোটাছুটি দুইদল
পৃথিবীর সেরা দলও
    এ খেলায় হেরে যায়,
ফুটবলে হারলেও
  সেই হারে লাজ নাই।
একদল জেতে যদি,
  হারবে আর এক দল।
হার জিতে সমাধান,
সেই প্রিয় খেলা তুমি ফুটবল।
হাফ টাইম, ফুল টাইম,নয়তো
এক্সট্রা টাইম, না হলে সাডেন ডেথে
                  গোল চাই।
গোল ছাড়া এ খেলায় আর কোন পথ নাই।
কত শত মারাদোনা-রোনাল্ডো-মেসি-পেলে
বিশ্ব তারকা তারা এই প্রিয় খেলা খেলে।
আমাদরও দেশে কত,আছে বাইচুং- সুব্রত,
তারা ফুটবলে থাকে বেঁচে
     ফুটবল খেলাটাই ব্রত ।
যেই,বল নিয়ে ছোটে দল,
          মাঠ জুরে কোলাহল-
এই বুঝি হলো গোল!
এক দল হাঁক ছাড়ে,গোল গো-ও-ল
                       চিৎ কারে,
এক দল থাকে বাকরুদ্ধ।
এই বুঝি হলো গোল, সমাপন হলো
                  বুঝি যুদ্ধ।
যতক্ষণ খেলা চলে, ছোটাছুটি দুই দলে
মাঠে যারা ভুলে যায় পৃথিবীর
                    সব সুখ-দূঃখ।
কোথায় ভিজলো মাটি শ্রাবণের
                             ধারা জলে
কোথায় বা মাটি হলো রুক্ষ।
তাই,  সকলের প্রিয় তুমি
সব খেলা সেরা তুমি ফুটবল।।