কোন স্বপনের লিখতে কথন
জীবন তোলে অস্ত্র হাতে ,
অষ্টাদশী লুট হ'য়ে যায়
অভাব-খিদেয় সন্ধ্যে রাতে।
জাত-ধর্ম-বর্ণ নিয়ে
চলছে বখরা , দলাদলি,
অশিক্ষিত ধর্ম মুখিয়া
ধর্ম টাকেই দিচ্ছে বলী।
নেতা-মন্ত্রী তারাই আইন
যেমন মর্জি তেমনি বলে,
স্বেচ্ছাচারের জোয়ার ভাটায়
যাচ্ছে  স্বদেশ রসাতলে।
ভাবছে না কেউ, হটাৎ যদি....
সূর্যটারও তো বয়স হ'লো।
রাষ্ট্র নেতা  কষছে হিসেব
তার অস্ত্রে  ক-জন ম'লো?
যোগ বিয়োগের হিসেবগুলো
আগে বড় সহজ ছিলো,
এখন ভাবনা অনেক জটিল
সব কিছুকেই গুলিয়ে দিলো।