তোমার মধ্যেও সে জন আছে
যে জন আলোয় জ্বলতে পারে,
রুক্ষ খরায় মেঘ ঝরিয়ে
যে  শ্রাবনে গাইতে পারে।


শুধু ইচ্ছেটাকে জাগিয়ে তুলে
সঠিক লক্ষ্যে ছুটতে হবে,
হার না মানার প্রতিজ্ঞাতে
ভোরের স্বপ্নে  জুটতে হবে।


যে পেরেছে তারও দ্যাখো
হাত -পা সবই তোমার মতো,
ভিন্ন শুধু শপথ চলার
জয় করবোই মনের ব্রত।


একটাই জীবন তোমার আমার
২৪ ঘন্টায় সবারই দিন,
লড়াকু জনই চূড়ায় ওঠে
সফলতার বাজায় সে বীণ।


লক্ষ্যে তুমি থাকবে অটল
পূর্ণ না হলে থামবে না,
এগিয়ে তুমি উঠবে চড়ায়
পিছন ফিরে নামবে না।


কত প্রমাণ দেখবে তুমি
অযুত -লক্ষ আছে হাজার,
বক্ষে সে জন সূর্য ধ'রে
দ্যাখায় সে পথ স্রষ্টা রাজার।