ইচ্ছেটাকে মুঠোয় ভরে
যে জন  লক্ষে ছুটতে পারে,
সকল বাঁধায় দেয় হারিয়ে  
কক্ষনো না সে জন হারে।
জন্ম নেয় তো অযুত কোটি
কজন পারে ধন্য হতে  ,
সে জন পারে যে জন লড়ে
জয়ী হতে অন্য ব্রতে।
তুমিই তোমার চন্দ্র সূর্য
শীত -গ্রীষ্ম বাদল ধারা,
তুমিই পারো ভোরাই হতে
গুড়িয়ে সকল অন্ধ কারা।
সবাই আসে একটি বার ই
কেউ বা জীবন মহান গড়ে,
অবহেলায় কেউ প্রানকে
আপন ভুলে ব্যর্থ করে।
এসো বন্ধু সবাই মিলে
মানব জন্ম সফল গড়ি,
এই মাটিতেই স্বর্গ রচতে
সবাই সবার হাতটা ধরি।
সে জন ই তো করে আপসোশ
দিন ফুরানো শেষের ক্ষনে,
তখন করবার থাকেনা কিছুই
অশ্রু ঝরে হতাশ মনে।    
তাই, লক্ষ্যটাকে সঠিক রেখে  
সময় মতো চলে যে জন,
মরার পরেও এই ধরাতে
অমর হ'য়ে থাকে সে জন।