যখন সত্যের রক্ত ক্ষরণ ঘটে,
  আমি বিক্ষত হই প্রতিটি প্রশ্বাসে    
যখন কোনো নিষ্পাপ শিশুকে জ্বারজ
   বলে এ সমাজ,যখন কোনো মাকে
তার সন্তানের উপস্থিতিও বৃদ্ধাশ্রমে যেতেহয়,
যখন নির্মেঘ ঝড় একটা নিষ্পাপ সবুজ মনকে
দলে পিষে অন্ধকারের শরীরী পন্য করে-
আর ভদ্রতার মুখোশ পরা এ সমাজ,
সমস্ত বন্ধন ছিন্ন করে তাকে বেশ্যা বলে
         তখন আমি রক্তাক্ত হই।
যখন অর্থের বলে, ওকালির কারসাজিতে
  একজন নিরপরাধীর কঠিন  সাজা হয়,
   আর অপরাধী বেকসুর খালাস পায়-
তখন আমার চেতনায় সুনামীর ঢেউ আছড়ে পড়ে,
        আমি চূর্ণ বিচূর্ণ  হই।
   প্রতি দিন প্রতি প্রহরে প্রতি পলে,
    মানুষ হারছে মানুষেরই কাছে।
        মানুষ কত স্বল্প দামে
নিজের স্বত্তাকে বিকিয়ে, নামানুষ হয়ে যায়।
       সে তিমির প্রহরে বোবা যন্ত্রণায়
আহত হয়ে থাকি ভোরের প্রতিক্ষায়।