যুদ্ধ টা হোক ভালোবাসা দিয়ে
পিছিয়ে পরার হাতটা ধরা,
রুক্ষ মনেতে স্নেহ বরষনে
বিবর্ণতাকে সবুজ গড়া।
যা কিছু ভুল মধ্যযুগীও
সেই ভাবনাকে বদল করা,
যুদ্ধ টা হবে সাম্যবাদের
প্রাচীর হীন একপৃথিবী গড়া।
সব ধংস অস্ত্র বিনষ্ট করে
সৃষ্টি বাদের পথকে ধরা।
এসো, বারুদ গন্ধ মুছে দিয়ে
মনে সবুজের বীজ বপন করি।
ভিন্নতা মুছে এক হয়ে আমরা
পরাজয় হীন ভূবন গড়ি।
অস্ত্র শক্তিতে দখলদারি যে
বীরত্ব নয়,তা প্রমান করি।
আগামী শিশুর জন্য আমরা
এসো যুদ্ধ টাকে সৃষ্টি গড়ি।