যেই যুদ্ধ নেভায় প্রদীপ
আলোর পথকে অন্ধ করে,
মানুষ যদি শ্রেষ্ঠ তবে
কেন, সেই ভুল পথকে ধরে?
যেই যুদ্ধে শুধু হাহাকার
কাড়ে ক্ষুধিতের মুখের গ্রাস,
জেনে বুঝেও কেনোগো মানুষ
লেখো প্রাণে সেই  সর্বনাশ!
সকল প্রাণেরই এই পৃথিবী
স্রষ্টা দিয়েছে সেই বিধান,
তবু কাড়াকাড়ি রক্ত ঝরানো  
ধংসবাদের গাওয়া গান?
এসো ও বন্ধু এসোগো মানুষ
ভুল ভেঙে সব হাত ধরি,
হারিয়ে হারার যুদ্ধবাদকে
এ মাটি থেকে চির দূর করি।