তোমরা আমাকে হিন্দু ভেবেছ
হিন্দুরা ভাবে, অহিন্দু আমি;
তথাকথিত সে সম্প্রদায়ের
চেয়ে মানবতা কীসে কম দামি?


আমি যে হিন্দু-অহিন্দু নই,
তাই শত ব্যথা অকারণে সই'।


আমার পৃথিবী মানুষের হোক!
একপিতাই করেছেন সৃষ্টি ;
তবুও কেন এ বিভেদের ঝোঁক?
লাল রক্তে তো অভেদ কৃষ্টি।