আগামীর দিনগুলি  আঁধারের বিষকালোজলে,
কচিকাঁচা র'বে ভেজা গন্ধে কিনা ভাবনা আমার!
সবুজের শিশুপাতা সেও বাদামচে রঙ খুঁজে,
সাদা কষে ঝরে কিছু মৃত্যুসুখ এই শিশু কার!


এদেশের সবুজরা কালসুখমোহে বৃক্ষ থেকে
ঝরে যাবে, সব পঁচে যাবে আহা জৈবিক পচন!
কত কান্না আসে কত কাঁদি কত বলি উচ্চস্বরে
বাঁচাও, বাঁচাও, সবুজে অবুঝে চলে জৈবক্ষণ!


মোবাইল ক্রোম সার্চ-বার সবকিছু ভেঙে ফেল,
কিশোরের মানবতা খুন করে গুগল স্মরণ,
ঘরে মৃত্যু এলো  বই পড়া সব মুঠোফোনে গেল
বাঁচাও, বাঁচাও, সবুজে অবুঝে চলে জৈবক্ষণ!


চোখের আড়ালে উন্মুক্ত নরকে কিশোরেরা সব
ফোনের রূপলি স্ক্রিনে উপাসনা সে তো মৃত্যুস্তব।