চোখ বুঝলে কি আঁধার দেখো?
আঁধার বলে নেই তো কিছু;
আঁধারমূলে দৃষ্টি রেখো
অযুত আলোক নিবে পিছু;
কোটি সূর্যের সমান আলো
দেখতে পারো তুমি,
জীবন মানেই আঁধারক্ষেত্র
'বিবেক' আলোকভূমি।
চোখমধ্যে ওই কালোবৃত্ত
তারই মধ্যে মণি,
কালোর বুকে আলো দেখায়
সেই তো দিনমণি।
দুঃখদিনে বেঘোর কালোয়
যায় না পথটি দেখা,
নূরের মানুষ সেপথ চেনে,
উচিৎ তাঁকেই শেখা।
ধ্যানের দেশে তাঁরই রীতি
আঁধারে দীপ খোঁজা,
সত্যও ঠিক আঁধারঘেরা
যায় না গো তাই বোঝা।
তোমার ঠোঁটের প্রেমের আলো
জ্ঞানের শোভন জ্যোতি,
আঁধার দিনে দাও গো বলে
কোন্ পথে কোন্ ক্ষতি।
কালোর মাঝে আলো দেখার
এমন স্বভাব চাই,
কুস্বভাবে সু-পরাতে
ডাকছে, আয় রে ভাই!