সন্ধ্যে এলে আমার ঘরে
পড়তে বসি যখন আমি,
চালার ফুটো আলোক ধরে
আলোক রাশি রুখত যামী।


হ্যারিকেনের আলোক পেতে
কেরোসিনের সে-খোজাখুজি,
খড়ের ঘরে ক্ষুধায় তেতে
সন্ধেবেলা ঘুমের পুঁজি।


টেবিল নামে ভাঙা চৌকি
বসার তরে তুসের ছালা,
পড়তে বসে "অভাব" পড়ি
পড়ার টানে মনের জ্বালা।


দিনগুলি যে স্মৃতির পীড়া
কবিতা হয়ে করছে খেলা,
জানবে শুধু মহান ধী-রা
সেই সাধনা আমার বেলা।