আমি এক ধর্ষিতার মাতা মনোয়ারা,
আমার কথার মূল্য নেই কারো কাছে!
নারীর কণ্ঠের দাম কোনকালে তারা,
কোনদিন দিয়েছিল, কোথা লেখা আছে?
নেই লেখা কোনোপাতে খোঁজো ইতিহাসে,
নারীকণ্ঠ উপেক্ষিত শুধু নিন্দা-উপহাসে।


আমার সে-সাতবছরের কন্যা আজ
রক্তভেজা ঠান্ডাদেহে রাস্তায় খুন!
নরপশু তার মাংস খেয়েছে নিলাজ
জাতি ওরা মহাপাপী পাপজ উকুন!
যেন আমার এ মাথাজুড়ে সবদিন,
শিরে বসে শিরা চুষে খাবে বুঝিনি তা-
ধর্ষক কখনো দূরে নয়, নয় ভিন।
আমার পাশের যারা অমানবিকতা
নিয়ে চলে - ওরা মোর চেনা প্রতিবেশ,
যার মুখ চিরধর্ষকের ছদ্মবেশ!
(সংক্ষেপিত)


১৫ জ্যৈষ্ঠ, ১৪২৮