তোমার বিধান যদি এতটুকু ভুলি
সে অনিয়মের ঝুলি
তুমি নিজে ছিঁড়ে ফেলে নাও, ওগো, বিধানে তুলি!
আমার যে বড়ো কষ্ট হয় অনিয়ম-প্রেমে
তুই থেকো না গো থেমে
আমার বুকেতে বোসো ঊর্ধ্ব  হতে নেমে !
একটা জীবনে কতবার মরি হই সাড়া
অনিয়ম করে যারা
মরে আছে দ্যাখো হয়ে তারা পুণ্যহারা!
বিবেকের  মৃত্যু হলো মনের কবরে
কতবার! মৃত্যু বারেবারে-
তবু নাকি বেঁচে আছি পৃথিবী মাঝারে।
মূঢ়জাতি বুঝে না'ক এরা মরে আছে
বিনাশে এ বৃত্তি  নাচে
বারবার যেন এরা সে মরণ যাচে।
সবাই অনিয়মে টগবগ করে
কেউবা নিয়ম ধরে
নিয়মের পুণ্যস্রোতে অনিয়ম  সরে।