আমার বাড়ি পথের 'পরে তিন রাস্তার মোড়ে,
সকাল বেলায় পেটের জ্বালায় আসি সবার দোরে।
পরনের এই ধুলিজামা পরে আছি  আমি,
ভাবছি ঈদে পড়ব নতুন, নতুন কত দামী!
আমারা যারা পথের শিশু নতুন কিছু পেলে,
জানো কত হব খুশি বেহেস্তের সুখ মেলে।
একটু তাজা খাবার পেলে খুশির নেই যে অন্ত,
ঈদের দিনে হলাম খুশি আনন্দে জীবন্ত।