🔳 অনুরোধ
    -শ্যামল কুমার সরকার


তোরা গোলাপ দেখেছিস তো?
কতো না মনোরম!
আমি ত মা'র সু-গুণ যতো
দেখি, শ্রেষ্ঠতম।
ছেড়ে দে-না-রে! পল্লীকোলে
একটু খেলা করি...
ধুলিগতরে রৌদ্রজলে
ঘামিয়া আহা মরি!


🔳 চির-আপন
  শ্যামল কুমার সরকার


পরপোকার শব্দটা একদম ভুল
বলে মনে হয় আজ আমার মননে,
এই পৃথিবীতে, সত্যি আমি একচুল
পরিমান 'পর ' বলে দেখিনি; জীবনে


'পর' যদি কেউ নাই থাকে, তবে মিছে
পরপোকার কথাটা কোথা থেকে আসে!
যে-ই পর মনে করে-- বিবেকের নিচে
পড়ে চাপা খেয়ে, পরপোকারেতে ভাসে;
লজ্জায় ফিকে হই আমি,  এই পরহিতে
পর-ভাব - সে কেমন ধর্ম হতে পারে!


স্ব-হিত কর না সবে,  পর যে করিতে
চাইনা কখনো; চির-আপন ভাবো রে!