আরেক রকমে চলে কী-বা লাভ জানা নাই সত্যি,
জ্বরদেহে যদি জ্বর আরো আসে সে কেমন পথ্যি!
গোলাপের ওই সিগ্ধ পাপড়িগুলো যদি ঝরে পড়ে,
তবে কী কেবল বৃন্তডাটা সুবাসের দাবি করে?
প্রিয়, করে না তো একবার-
তবে কেন সে উদাম বক্ষখেলা আগুনের ধার?
অসুরের বিষে দেখো অঘটন কত!
আগুনের ধারা মাঝে বিষজ্বালা যত!
তোমাতে বিষের এই প্রবেশের ক্ষুধায় নিতম্বে
বিষক্রিয়া ধরে ঘিরে যেন অবিলম্বে;
তারপরে গোলাপের বৃন্ত হয় দলহারা,
কেন্দ্রচ্যুত হয়ে চলে সেই তো সুবাসহারা।
শূন্যবৃন্তে নাই সেই গোলাপের সিগ্ধতা,
সুবাসহীন-স্বাধীন হতে কেন এ অশালীনতা?
স্বাধীনতা নেই ওতে বন্ধু-
ওমন স্বৈরিণী ঢঙে অসুরাঘাত যে এক সিন্ধু...