বড়ো সাধ ছিলো; মাগো, তোমাকে দেখার,
তোমার নরম কোলে সোহাগ লুটবো,
তোমার মুখের গল্প শুনে ঘুমেরা আসবে,
তোমার আঁচলে বেঁধে যে ভালোবাসবে,
আমার স্বপন তুমি ভেঙ্গেচুরে  দিয়ে-
তুমি সতী হয়ে আছো মহাসুখ নিয়ে?


আমার খুব যে ইচ্ছে ছিল মাকে দেখা,
আমার খুব যে ইচ্ছে ছিল হাঁটা শেখা,
আমার খুব যে ইচ্ছে ছিল মা-মা ডাকা,
আমার খুব যে ইচ্ছে ছিল কোলে থাকা,
আমার সে- ইচ্ছেগুলি নিজ হাতে মেরে 
নিজের সুখের ডালি নিলে নিজে কেড়ে?


জানো মা, আমাকে তুমি নদীতে যেদিন
ফেলে দিয়েছিলে, জল খেয়ে প্রাণহীন
হলেও, ভেবেছি, তুমি জলটুকু দিলে-
এতে কতো ফূর্তি হলো সবকিছু মিলে!
আমি কেঁদে কেঁদে বুদবুদ জলপানে
বলি: প্রভু, মাকে রেখো খুব সুখ-তানে।


জানো মা, আমি তো সব কষ্টটষ্ট ভুলে
গেছি খুব ; তুমি থেকো মানুষের কূলে;
তবে শোনো - আর ভ্রূণ যেন মেরো না'ক
বলো মা, ভ্রূণকে মেরে কত সুখে থাক?