ভালোবাসার  অশেষ দাবি যেন ছিল কাছে তার
শুধু দুটি কথা নিয়ে, শুধু।
তার পূণ্যময় কন্ঠে শুধু 'তুমি' বলে একবার
আমার নামটা ধরে শুধু
ডাকতো বা যদি!  আমি আর কী-বা চাই!
পর্শে যদি নাই পারি যেতে শুধু দেখাটুকু যেন পাই!
নারী আমি ; এ-ই দুই আমার অন্তিম নিবেদন;
প্রতিপদের চাঁদের যেন পূর্ণ-হারা এ ক্রন্দন!


আমি নিরবধি ভাবি তার নাম ধরে।
কত ছেঁড়ামেঘ জল হয়ে নামে আর
তা যেন আমার হৃদাকাশে ভাসে শুধু  বারেবারে।
আমি - সত্যি বায়বীয় রূপে - যেন শুধু তার।
আমার চাওয়ার কন্ঠ বলো কতটুকু ভাসে দূরে?
নারী আমি: অশ্রু মোছা সুখগীতি কান্নাসুরে!
ডাহুকের জ্বালাময়ী  ভাবখানা এই বুকে যেন সাধা
নিঃশব্দে কেবলই খুঁজি; 'নারীত্ব' যে বাধা।