যে জায়গাটা আঁধারঘেরা
যে জায়গাতে কেউ চলে না,
ঘরের কোণ বা খাটের নিচে
যে জায়গাতে না-চলে পা,
সে জায়গাতেই মাকড় রাজা
ছড়িয়েছে স্বার্থেরই জাল,
আপনজনকে  দূর ভাবা তো-
জালজড়ানো  তেমন এক হাল!


সবাই ই চায় নেতার আসন
পরিবার কি সমাজবুকে,
নেতা হতে কাজের আগাম
নিজের হাতে নাও না টুকে!
নেতা হ'তে দোষদেখাভাব
দূর করে দাও সেবা'য় ঝুঁকে,
নেতা হ'তে অহংকার আর
আত্মকীর্তন আনলে মুখে!
পরহিতে না করলে পণ
সত্যনিষ্ঠ রয় কি বুকে?


এসব যদি ভেবে চলে,
সমাজ কিংবা রাষ্ট্রকাজে;
তার সমান কে নেতা আছে-
এমন নেতা হয় কি বাজে?


নিজেকে যে জয় করেছে
বৃত্তিযুদ্ধ নিয়ন্ত্রণে,
তার থেকে নাও বিজয়সূত্র,
শক্তিও নাও বন্ধুমনে,
সকল কাজে চিন্তমণি-
ভাব থেকে যে ভবঃ খুঁজে,
করা-হওয়া'য় তার থেকে কে,
বলো, বেশি ভালো বুঝে...?