বড়ো হয়ে সোনার বাংলার কৃষক হবো
কাজের শেষে বিকেল বেলায়
না কাটিয়ে অবহেলায়
ফসল-পাতার যত্ন নেবো;
বড়ো হয়ে সোনার বাংলার কৃষক হবো।


ঢলে-পড়া গাছের গোড়ে
জল দেবো ঠিক সন্ধ্যা-ভোরে;
বাবার হাতের কাস্তে নিয়ে
আগাছা সব উপড়ে দেবো;
বড়ো হয়ে সোনার বাংলার কৃষক হবো।


মহান যারা জ্ঞানের বাসে
মানুষ কিংবা ফসল চাষে
ধন্য তারা; আমিও হবো;
বড়ো হয়ে সোনার বাংলার কৃষক হবো।