সুকুমারের সেই যে ছড়ার কাতুকুতু বুড়ো,
দূরের নয় সে খুবই কাছের আমার বাপের খুড়ো।
ঠাকুরদাদা ডাকি আমি আমায় ডাকে জতু,
সন্ধ্যেবেলা আমারা দু'জন খেলি কাতুকুতু।
আমি বুড়োর গলা ধরি ঠাম্মি হাসে হি হি,
বুড়ো আমার পাঁজর খুঁজে আমি গলায় জোর দি।
কাত কর্‌তে না-পেরে  দৌড়ে চলি পালাতে,
ওমনি দাদা ফট্ করে এক জাপ্‌টে ধরে তার হাতে।
এক হাতে তার শক্ত করে আমার দুটো হাত ধরে,
অন্য হাতে ইচ্ছে মতন কাতুকুতু ছোঁ মারে।
হি-হি-হা-হা বাপ্‌রে বাবা ছাড়ো গো আজ ছাড়ো!
হাসতে হাসতে জান বেরুবে হাসাইয়ো না আরও।
পেটের ঢোল পিঠ ঠেকেছে কণ্ঠে কথা নেই,
এমন পালায় প্রাণ হারাবে হোক না সেজন যে'ই।
বাঁচাও ঠাম্মি বাঁচাও ঠাম্মি বুড়োর হাতটি থেকে,
কাতুকুতু আর খেলব না পড়াশোনা রেখে।