তোমার রূপের আশে
বা শক্তির বিনাশে
রুখে মহিমার আলো,
মানুষের কাছে তারা
কালিমা ছড়াল যারা
কেতু তারা - কালিমার কালো।


কত না দাপট তার
সজীবতা যেন ছাড়
কালের গ্রাসেতে কালো হলে,
জনগন দেখে তাই
কত যে নিন্দা গাই
কেতুপাপী চলে খুব চলে।


গুণী'র নিন্দা করে
অবগুণে মন ভরে
জগতে ছাড়ায় কালছায়া;
গুণী কত শত কাঁদে,
তাই ক্ষণকাল বাদে
পুনঃ পাবে রূপজ্যোতিকায়া।


আলো যার চরাচরে
সত্যপথের ক্রোড়ে
জগতে মহান হয় যারা;
তারে কলঙ্ক দিতে
কিংবা যশ গ্রাসিতে
কালরূপে কতজনে খাড়া!