খেলার সাথিরা হয়ে গেছে বড়ো সবে
গলাগলি ধরে আর খেলা হবে কবে!
ফাঁকিজুঁখি পড়েছিনু পাঠের বেলায়,
বাকি সব সময়টা খেলায় খেলায়।
পাটখড়ির সাথে বুনো লতা বেঁধে বেঁধে
ঘর বানাতাম আর খাই পাতা রেঁধে।
কদম-পাপড়ি ছিঁড়ে  রাঁধি তরকারি
মিছেমিছি চুকুচুকু খেয়ে মজা ভারি!
পুতুলের বিয়ে-বিয়ে খেলি ওই ঘরে
খেলা-টেলা হলে শেষ ঘর ভেঙে পড়ে।
হি হি হা হা কত করতাম হাসাহাসি
হাসির মাঝেই রেগে কান্না করে ভাসি।


আমার সেসব বন্ধু  আজ সবে দূরে,
চোখে জল আসে খুব বুকে সূঁচ ফুরে।
টায়ারের চাকা দিয়ে গাড়ি তৈরি করি,
সুপারি পাতার গাড়ি ধরে টান মারি।
আছাড়-পাছাড় খেয়ে কাটে ছেলেবেলা,
কোথায় সেসব বন্ধু এসো করি খেলা!