কত না আদুরে লক্ষ্মী আমার ছোট্ট সোনার বোন,
কতদূরে আজ গিয়েছিস চলে, রেখা যেন হলো কোণ!
তোর লাগি প্রাণ শুধু কাঁদে আজ কত হাসি ছিল মুখে,
ভাই-বোন মিলে সত্তা-মিছিলে অসত্য যাবি রুখে।
তুই বলেছিস, "দাদা, একদিন বিশ্ববিজয় হবে-
সেই তো যুদ্ধ চলছে রে ঢের তুইও যোদ্ধা তবে।
আমি তোর সাথে রে অহর্নিশি থাকব দেখিস খুব,
বিশ্বভূবন সত্যে সাজবো মন্দকে রাখি চুপ। "
"হ্যাঁ, তাই থাকবি। তোর মতো বোন কার কবে আছে বল!
তুই যদি সাথে থাকিস তো আমি  সত্তাতে অবিচল।"
সত্তাকর্মী-সদুদ্যোগী আমার সে ছোটো বোন,
ওর মতো আর কে আছে আমার বন্ধু ঊর্ধ্বতন!
তোরে বিয়ে দিলে কার সাথে মিলে সত্যব্রত নেবো!
দুই ভাইবোনে বল কোন তানে বিদায়টা দেবো!


আদুরে বোনের বিয়ে হয়ে গেলো শ্বশুরাশ্রয়ে আজ,
ইচ্ছে মতন সেই আলাপন হয়না, দুঃখ বিরাজ!
ছোট্ট সোনার বোনটি আমার কত দায়িত্ব নিয়ে,
প্রতিজনসাথে  লক্ষ্মী-চলন শুদ্ধস্বস্তি দিয়ে,
কত যে সুনাম শুনি অবিরাম সোনার বোনকে ঘিরে,
তোর সে শ্বশুর কত সুখে বলে," লক্ষ্মী এনেছি নীড়ে!
ছোটন ভাইটা শুধু কাঁদেকাটে তোর নাম ধরে ডাকে।
বলে, "এনে দাও বোনকে আমার ভুলতে পারিনা তাকে।"
তোর জ্ঞানবাক্  সত্যসজাগ  এপরিবারের আলো,
যেই গেলি চলে আঁধার নামলো সব হয়ে গেলো কালো।
যাবার বেলায় কত কেঁদেছিস আমি যে সইতে নারি,
হৃদয় চিরিয়া দেখিস রে যদি পুরো নিয়েছিস কাড়ি।


আমি তো যখন কাব্যটা লিখি তোরে খুব মনে পড়ে,
আমার কবিতা তুই তো প্রথম শুনতিস মনভরে।