তুমিও যে বৃত্ত  
আমিও তেমন ভালো করে চেয়ে দেখো
জীব যেন এক আবদ্ধ বক্ররেখা যে!
তাই তো বৃত্তের মতো তুমি-আমি সব
সৌরজগতের কক্ষপথে ঘুরি দিনরাত


আমার পিতার জানা আছে খুব আমার পরিধি
পরিমাপিত ধৃতিই জীবের পরিধি বলে জেনো
তাই সে-পরমাত্মার ছায়া তুমি-আমি ঠিক!


ঈশ্বরের হাতের চক্রখেলা সেই
সময়ের বৃত্ত দেখো ঘড়ির কাটায়
তুমি-আমি বোকা লোক নই
মহাকালকে তো শিব বলে ডাকি!
সময়ের বাণে আহা তুমি-আমি শব হই
শিব তাই সময়ের চিহ্ন বটে


সময়কে আমি ঈশ্বর ভাবি
নিয়মকে ভাবি বেদ
ভালো-মন্দ বোধমতো ভাগ করি
কেন্দ্রগামী সরলরেখায়;
তাই আমি বেদব্যাস হবো এই জন্মে
মানুষেরা বুঝে ওঠে কবে!


মানুষকে বলে দিব তাই :
বৃত্তিটানে ক্রমাগত এই পরিধি-তে
কর্ম নিয়ে বদ্ধ আমি,
জীবন এক কালের বৃত্ত,
তুমি আমি কারণগামী...