আমি এঁটোখেকো হয়ে জন্মছি রাস্তায়
আমার হাত-পা সবি আছে ঠিকমতো;
তবু যে মানুষ নই আমি - নীচুতায়
ভুগছি ; এমন আছে আরো শত শত
বেজন্মা জাতক; নেই ঘর নেই কোনো বাড়ি তার;
আছে শুধু পেটভরা ভুখা অধিকার।
জ্বলাপেট জলে যদি ভরে অবিরত,
তবে কি যায় রে বাঁচা, বলো  মানুষ হে-
মোরা সে ভুখা-নাঙ্গা যে!


উদলা গতরে থাকি এই তো ভিন্নতা-
ভিন্নতার বোতামে যে এঁটে রাখি মানুষের ওই অবহেলা।
ময়লাচামড়া ফেটে গিয়ে যেন এক মানচিত্র হয়ছে তা,
সেই মানচিত্রে সত্যি আবাসিক হব রেখে তোমাদের
খেলা।
জানি মানুষের মন সবি বুঝবার পারে,
আমাদের কষ্টে হেসে মানুষ কী করে?