কাজ তার কদাকার, গণিকার অধিকার নীচ,
তোমাদের সমাজের বড়দের এ-পাপের বীজ।
তবু কেন বারবার দোষ জাগে গণিকার, বলো-
কত শত পেয়ালায় লাল রং জল পান হলো
শাদা ধোঁয়া নিকোটিনে কামরায় কামড়ায় সুরে
ওরা সব উঁচু নারী বড়ো গাড়ি বড়ো বাড়ি জুড়ে;
কম্পনে চুম্বনে পরকীয়া পরদারে মনভরা টান-
এরা কারা? সতীর মডেল? টাকাঅলা ? সুখপ্রাণ?


পেটের ক্ষুধায়, যোনিব্যথা নিয়ে যার কেনা-বেচা
গণিকা তো সেই তারে দেখে "বেশ্যা" বলে চ্যাঁচ্যাঁ।


আর রঙ্গলীলা নিয়ে "আধুনিক" "স্বাভাবিক" যারা
"সেরা" ওরা "সেরা" অস্কার-টস্কার সব পায় তারা।