১.
খাওয়াশেষে ওই খাবারেই খুব অনিহা আসে।
খাওয়ার আগে ছোঁয়ার আগে সত্যি ভালোবাসে।


২.
'লোভের খাবার' অর্থ হলো- 'নিকট অরুচি'।
অতি ঝোঁকের প্রণয়গ্রন্থে বিচ্ছেদের সূচি।


৩.
ক্ষুধার স্বাদ আর লোভের যে স্বাদ একই বস্তু নয়।
পেটের ক্ষুধা সহজে মিটে পাপের ক্ষুধা ভয়।


৪.
আগুনের বাস পাথরবুকে পাথর ডোবে জলে,
পৃথিবী আজ ভুয়া গ্রহ মিথ্যেমানুষবলে।