আমার নিজের হাতে রোপিত সে গাছ
"কর্ম" নামে সেই গাছ কত বড় আজ,
কত রকমারি ফল রকমারি ফুল
এক গাছে এত কিছু এত শাখামূল!
একডালে "রোগফল" অন্যডালে "শোক"
একডালে "দরিদ্রতা" আর "শত্রুচোখ"।
তেঁতো স্বাদ ঝাল আর কত যে দুর্গন্ধ 
তবুও যে খাচ্ছি খুব, বলি - কর্ম মন্দ!