সুপথ একটি দীর্ঘরেখা
আকাশ থেকেও দৈর্ঘ্য বেশি,
সুমন-দেহ সুস্থ খুবই
সুস্থ অস্থি, সুস্থ পেশি;
লক্ষ্য মানেই গন্তব্য নয়,
চেষ্টালক্ষ্য উত্তম পথ;
ধর্মজীবী সব কি ধার্মিক?
অস্তিত্ববাদ : 'শ্রেষ্ঠ ও সৎ'।
নাস্তিকও যে জীবনবাদী,
তাকেই জেনো আস্তিক সেরা;
নাস্তিক বলে নেই যে কিছু,
অস্তিত্ব চায় সব লোকেরা।
তুমি-আমি পরশপাথর
লৌহ-মনা মানুষ ধরো,
স্বর্ণ করো প্রেমের ছোঁয়ায়
বিশ্বটিকে আলোয় ভরো।
আমার এমন চাওয়াটুকু
করতে পূরণ পাশে থেকো;
আমার সকল 'মন্দ' ভুলে,
ভালোবেসে 'ভালো' রেখো।
এসব আলাপ প্রেমের ঘরে
আজীবনই করব আমি,
সে-ঘর আমার বিশ্বজোড়া
স্বদেশ আমার জ্ঞানভূমি।