বাঁশ বলে, " ওহে বাঁশি স্বজাতিরে ছেড়ে,
গায়ে নিলে পোড়া ছিদ্র, গিয়েছ তো হেরে!"
বাঁশি বলে, " বাজে ঝোপ বাজে না'ক, ভাই,
গুণীর পরশ পেতে জাত কেটে যাই।"