জীবনভাগে তুমি-আমি ভাজ্য-ভাজক
সর্বোচ্চ মিলনমোহে
গুণ-নামতার কষাকষি!


তুমি কি সবাইকে অবশেষে ভালোবাসতে পারবে?
অবশেষ বড়ো ভয়ংকর পদ:
মিলনে তুমি-আমি শূন্য হব,  নয় তো
অমিলে অবশেষরূপে থেকে যাবে দোষের সংখ্যা কত!
দোষের সংখ্যা হলো গরমিলের পিতৃদেশ!


যে তোমার সাথে মিলে চলে
যে তোমার দিকে দোষশূন্য দৃষ্টি অবশেষ রাখে
সে তোমার গুণনীয়ক চিরকাল
সে তোমার কীর্তনীয়া
সে তোমার জন্য
অনন্তকাল
নিঃশেষে বিভাজিত হবে
তোমার গুণের ধারাপাতে
তোমার সহবাসে
সে তোমার চিরায়ত সঙ্গী;


জীবনভাগে বিয়োগরীতি আবশ্যিক
তোমার আমার জন্ম হলো
পিতার বিয়োগচিহ্ন সত্যে;
জীবনভাগে যা-ই আসুক বিয়োগ হচ্ছে তাই
ঈশ্বরেরই গণিতবিধান এই!


তোমার-আমার মিলনে
শূন্য করি আশা,
শত গননার পরেও ১ ঈশ্বরের গুণনে
দুইয়ে মিলে একই হই শূন্য অবশেষ
তখনই থাকে সংখ্যাশূন্য প্রেমের প্রবাহ....


সেই মিলন চাই
চাই, সেই ভালোবাসা
সবশেষে ১-এর গুণে  একনিষ্ঠ প্রেম খুঁজে
তুমি আমি একাকার মিলেমিশে জানি!


জীবন এক সাংখ্যতত্ত্ব
ভাগাভাগি জীবনভর,
তোমার-আমার ভাগশেষে
শূন্যবেলায়  দেখো-
মিলন হবে একদিন...