জীবন চলার পথে ছোটো ছোটো  কত না অভ্যাস,
নিগূঢ় দৃষ্টে সে তো বর্ণের বিন্যাস;
সেবর্ণে চরিত্রটার সকল প্রকাশ।
চরিত্রটা যেন শুধু শব্দ - ওইসব বর্ণ মিলে,
একটি অভ্যাস আরেকটি অভ্যাসের 'পরে দিলে,
বর্ণেরা বাক্যে আঁটিলে,
তৈরি হয় সে ঘটনাবাক্য;
যা' নিয়ে জীবনকর্ম; যা-ই জীবনের সাক্ষ্য;
আমরা সবাই যে বর্ণসাপেক্ষ!


অভ্যাসরূপ সেবর্ণ হোক খুবি শুদ্ধ,
অভ্যাসেই আমি -বোধ অনভ্যাসে বয়ে চলে যুদ্ধ!