"তোমার সাথের সময়গুলি শেষ না-হোক করি যে ভয়,
একটি-দশটি ঘণ্টা যেন  একমিনিটের বড় ই নয়!
সময়-রা কি পিঁপড়া না কি মিষ্টিবেলা নিচ্ছে লুটে?
মিষ্টিবেলা মিষ্টিখেলা মিষ্টিহাসি আর কি জুটে!"
আকাশপানে তাকিয়ে থেকে এসব কথা বলছি যখন,
হাসছে আকাশ হাসছে তারা হাসছে হয়তো আমার সে-মন!


যেদিন তুমি বিকেল বেলায় ফোন করে সেই নম্র গলায়
কান্নাসুরে উঠলে বলে, "তোমাকে চাই  জীবন চলায়,
জীবন যদি যায়ও আমার ভুলতে আমি পারব না,
তুমি স্বীকার না-করলেও আপন শিকড় ছাড়ব না!"
সেই কথাগাছ উপড়ে যখন ভাসালে এ নদীর জলে,
শীতল জীবন গভীর জ্ঞানের তুমিই কিন্তু পাপের তলে!


এসব কথা আকাশ শুনে হালকা মেঘে যাচ্ছে ছেয়ে,
ফোঁটা ফোঁটা বৃষ্টিজলে আমি যেন যাচ্ছি নেয়ে!
ঊর্ধ্বপানে তাকিয়ে দেখি বৃষ্টি তো নয় বিলাপ আমার
কত্ত বছর পার হলো যে, সে খেয়াল বুঝি আছেই তাঁর!