শোকের মাসে যার হৃদয়
কাঁদে না শোকে,
স্বাধীনতার সেই বিজয়ে
যে বিপক্ষে,
বঙ্গপিতা যার মননে
থাকে না প্রেমে,
এসো না তারা এ অঙ্গনে-
কবিতাশ্রমে।


যাদের প্রাণে শোকের বীণা
বাজে উতালে;
দহন তাপে অশ্রুকণা
ঝরে সমকালে;
বঙ্গপিতা যাদের বুকে
থাকে পোষণে;
তারা আমার কবিতামুখে -
থেকো স্মরণে।


মনে রাখবে এ বঙ্গের
আমার ওই "বঙ্গপিতা
স্মরণে" লিখি প্রসঙ্গের
জলসিক্ত শোককবিতা।