সব কিছু ঠিক আছে দোষ একটু তালকানা,
দশ ডাকে রা নেই তাই তো সে গ্রামচেনা।
নাম নাকি গায় লেখে হিরন্ময় তালুকদার,
'হিরু ভাই ' বললে কেউ দেখা যায় সে করবার!
বলে সে,  ''আমাকে 'হিরু' নাম ডাকলে,
টাক ধরে টাক দেবো না-ও টাক থাকলে,
বলে যাই, সাবধানে কথা বল্, চাস যদি  রক্ষা,
না হলে ছাই দলা এনে আজ বলবো, তুই সব খা।"


কিছুক্ষণ পার হলো হিরন্ময় তো চুপচাপ,
ওদিকে মা ডাকে, "হিরন্ময়, আয় রে বাপ্,
দেখে যা, তোর বাবা কত্তসব আনছে,
মেলার এক পুতুল এই, দেখ রে ধান ভানছে!
হিরন্ময় কিছু ই শোনে না তো মার ডাক,
এদিকে ছোটো বোন পুতুলটা নিয়ে যাক!