খুকুমণি ঘুম পড়িবে
পাখিরা সব শোনো,
চাঁদি-বুড়ির ঝুলি থেকে
ঘুম কিনিয়া আনো।
বলবে গিয়ে,  "খুকুমণি
কলকলিয়ে কয়-
আমার একটা ঠাম্মা আছে
চাঁদের দেশ রয়;
সেখান থেকে গল্প দিলে
ঘুমি যাব আমি,
ঘুমের গল্প বেচে বুড়ি
নয় তো সে ঘুম দামী।"
যাও রে পাখি চাঁদির কাছে
বস্তা নিয়ে যাও;
একশো বস্তা ঘুম আনিবে
কত্ত টাকা চাও?