দুধের শিশু কান্নাযুদ্ধে মাতৃদুগ্ধ পায়,
মাঠের চাষির শ্রমযুদ্ধে ঘামের স্রোত গায়,
দুর্যোধনের কথা যারা স্মরণ করিনি :
'বিনাযুদ্ধে নাহি দেব সূচাগ্র্য মেদিনী '-
জেনে রেখো এই কথাটি সবার জন্য সত্য,
রোগী যেজন সেও যোদ্ধা অস্ত্র তার যে পথ্য!


জীবনযুদ্ধে অনীহা যার মাতৃস্নেহে ভোজ,
ভাবখানা যার, "লাইফ ইস অ্যা সফট্
বেড অফ দ্য রোজ",
ভালোর খোঁজ-টি তাদের আছে মন্দে অবজ্ঞা,
দুনিয়া কি দু'নিয়া নয় স্রষ্টার না আজ্ঞা?