হাবুরাম ডেকে বলে, শোনো শ্যামুরাম,
মানকচু কীসে ভালো ফলে অবিরাম,
আমি হাবু বড়ো চাষি ভালো জমি নিয়ে
মাটি চষে করি চাষ কত সার দিয়ে,
আমার যে-কচু বড়ো  নাই কেন হলো
কচু মোর কীসে হবে, শ্যামুভাই, বলো!
শ্যামু বলে, আমি ভাই ভিটেমাটিহারা,
একটুখানি মোর এ জমি আছে শুধু খাড়া,
টাকা নাই  সার তাই দিতে পারি নাই
বারোমাস ফেলি ছাই তাতে যাহা পাই,
তবু দেখি সবচেয়ে আমার কচু যে বড়ো
এতো টাকা ভেঙেচুরে- হাবু, কীবা করো!
হাবুরাম বসে রয়, হঠাৎ আসলো কবি,
কবির নিকটে তারা বলে দিছে সবি।
শুনে কবি বলে, ভাই শোনো এক সত্য,
মান বাড়ে পেলে ছাই এ তো শুদ্ধ তত্ত্ব।
মানের গোড়ায় চাই কালিমার গুড়ি,
ছাইয়ে কিন্তু  মান বাড়ে ছাইয়ে বাহাদুরি।