ও রাস্তার ময়লাস্তূপের কোল ঘেষে
থাকে ওরা; অনাহারী মুখে গালাগালি
কখনো পেটের জ্বালে পুড়ে; অবশেষে
ঢেলে দেয় পকেটমার তেজপাতা ফালি।
নেশায় জমানো তার অমানবিকতা
কে শোনে পাকস্থলীর ক্ষুধার বারতা!


এই সুখভুক জাতি যে নিন্দা জানায়-
কেউ দ্যাখে নাই খুঁজে হাভাত কেমন!
আমাকে ময়লাস্তূপে খুব যে মানায়;
আমি তো ওদের শুধু ক্ষুধায় এমন
দেখে চলি; তবু নই কী সে আবর্জনা
আমি, নই কী সে পাপী? - মানুষ  আমি না।