ভোঁতা কুঠার, ভাঙা শাবল
নিলে কামারশালায়,
কামারমশাই রাগ করে কি
কাজ ফেলে সে যায়?
দর্জির কাছে ছেঁড়া কাপড়
সেলাই করতে গেলে,
কখনো কি রেগে গিয়ে
দূরে ছুঁড়ে ফেলে?
মুচির কাছে ছেঁড়া জুতো
নিয়ে যাবার পরে,
জুতো সেলাই না করে কি
জুতো পাঠায় ঘরে?


সকল পেশা ঠিকই আছে,
মানুষ কেবল ভিন্ন,
কাউকে ধরে কাউকে ছেড়ে
জগৎ-টা বিচ্ছিন্ন;
মানুষজীবীর আসল পেশা:
'মানুষ তৈরি করা',
সেই কাজটি বন্ধ যে তাই
দুনিয়া আধমরা!