আমার মায়ের
আদরমাখা
পরানকাড়া সুর,
ধ্বনিত হয়-
'খোকা, খোকা'-
ছড়িয়ে সমুদ্দুর।
বাড়ি থেকে
কোথাও গেলে
তাকিয়ে থাকে মা,
দূরে গেলে
কেউ কি বলে
'ভাতটুকু সব খা'!
চোখ মুদিতেই
ভেসে ওঠে
     আমার মায়ের মুখ,
মায়ের হাতের
ছোঁয়ায় আছে
সতেজ-শ্যামল সুখ।